সাত কলেজে ভর্তি: বিষয় ও শিক্ষাঙ্গন পছন্দের তারিখ নির্ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু হবে আগামী ১১ জুলাই (মঙ্গলবার)। চলবে আগামী ২৪ জুলাই (সোমবার) পর্যন্ত।

২২ জুন (বৃহস্পতিবার) সাত কলেজের ওয়েবসাইটে ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ স্বাক্ষরিত দুইটি ভিন্ন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> নিষিদ্ধ করার পর এখন আরও বেশি প্রস্তাব পাচ্ছি: জেবা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে আগামী ১১ জুলাই (মঙ্গলবার) থেকে ২৪ জুলাই (সোমবার) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। ঐ সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়ন দেওয়া হবে না।

কলেজ ও বিষয় পছন্দক্রম ফরম https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us