ফিলিস্তিনে বিশৃঙ্খলার কারণ ইসরায়েল: জাতিসংঘ

ইসরায়েলের কারণে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ বিশৃঙ্খলার জন্য ইসরায়েলি সেনাদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং সহিংসতা দায়ী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভল্কার তুর্ক এ তথ্য দিয়েছেন।

Islami Bank

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘তীর্যক রাজনৈতিক বাগাড়ম্বর এবং ইসরায়েলের পক্ষ থেকে অব্যাহতভাবে অস্ত্র ব্যবহার করার কারণে পশ্চিম তীরে চলমান সংঘাত বেড়ে গেছে। সম্প্রতি ইসরায়েলি সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর যে হামলা চালিয়ে যাচ্ছে তা পশ্চিম তীরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।”

আরও পড়ুন>> অ্যাম্বুলেন্স বিস্ফোরণে নিহতদের পরিচয় মিলেছে, তদন্ত কমিটি গঠন

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অস্ত্রের ব্যবহার বন্ধ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ব্যাপারে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার রক্ষা করা, তাদের প্রতি সম্মান দেখানো এবং আন্তর্জাতিক মানের মানবাধিকার রক্ষার জন্য ইসরায়েলকে জরুরিভিত্তিতে তার নীতি ও কর্মকাণ্ডে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

one pherma

এছাড়া ফিলিস্তিনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সেভেন কোহান বুর্গদুরাফ স্বীকার করেছেন, ২০০৫ সাল থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ নজিরবিহীনভাবে বেড়েছে।

তিনি অধিকৃত পশ্চিম তীরের ‘তারমুসায়া’ গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডবকে উগ্রবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন।

সূত্র : ডয়চে ভেলে

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us