নাটোরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন।

Islami Bank

মঙ্গলবার (২৭ জুন) সকালে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলাকার রাহেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>> জামায়াতের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন

one pherma

আবুল হোসেন তালুকদার উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে এবং বিসিআই সারের ডিলার।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ মাসুদ রানা জানান, সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন তিনি। এসময় পথে আহমেদপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অজ্ঞাত এক বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ের এই কর্মকর্তা জানান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us