আজ থেকে ঈদের ৫ দিনের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের টানা ছুটি। আগামী রোববার (২ জুলাই) খুলবে অফিস।

Islami Bank

ঈদে সাধারণত তিন দিন ছুটি থাকে। এবার ঈদ বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। এজন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়ানো হয়। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করে সরকার।

আরও পড়ুন>> নাটোরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

গত ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়।

one pherma

এর আগে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে।

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে ঈদ উদযাপন করতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আজ ও আগামীকাল ঘরমুখী মানুষের ব্যাপক চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us