আরও ৮৭ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনই রয়েছে।

Islami Bank

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> চুল পাকা কমাবে তুলসী পাতা

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৫৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

one pherma

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৩ হাজার ৬২ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৭৪৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us