স্বাস্থ্য ভালো রাখতে তুলসী পাতার তুলনা নেই। স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি তুলসী পাতা আমাদের চুলেরও যত্ন নেয়। তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি মেলানিন উৎপাদনে সাহায্য করে। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো চুল অকালে পেকে যাওয়া থেকে রোধ করে। তুলসীতে থাকা প্রাকৃতিক তেল মাথার ত্বককে আর্দ্র এবং পুষ্ট রাখতে সহায়তা করে। এতে চুল বৃদ্ধি পায়। চুলে পাকা রোধ করতে নিয়মিত তুলসী ব্যবহার করুন।
হেয়ার প্যাক
অকালে চুল পাকা কমাতে তুলসী হেয়ার প্যাক ব্যবহার করুন। ২ টেবিল চামচ তুলসী পাতা ব্লেন্ড করে নিন। এতে ১ টেবিল চামচ মেথি গুঁড়ো যোগ করুন। পেস্টটি আপনার চুলে প্রয়োগ করুন। ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম দিয়ে দিয়ে ধুয়ে শ্যাম্পু এবং কন্ডিশনিং করে ফেলুন।
তুলসী পাতার তেল
চুল পাতলা হওয়ার পেছনে অনেক কারণ থাকে। পরে তা কমতে থাকে, এর জন্য অনেকে ওষুধ ও বিভিন্ন ধরনের চিকিৎসার আশ্রয় নেয়। আজকাল নারী-পুরুষ উভয়েই এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই সমস্যা মোকাবেলায় তুলসী পাতা মিশিয়ে ভেষজ তেল তৈরি করতে পারেন। এর জন্য যে কোনও হেয়ার অলের সঙ্গে কিছু তুলসী পাতার গুঁড়ো মিশিয়ে নিন। মেশানোর পর ১ ঘণ্টা রেখে দিন। এই সময় তেল রোদে রাখার চেষ্টা করুন। এরপর এটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
আরও পড়ুন>> প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে গেলেন তামিম
প্রাকৃতিক রং
তুলসীতে প্রাকৃতিক অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা মাথার ত্বককে নানা সংক্রমণ থেকে রক্ষা করে। পাকা চুলের জন্য এটি একটি কার্যকর প্রাকৃতিক রং হিসেবে কাজ করে।
হেয়ার স্প্রে
তুলসী পাতার পানিও চুলের জন্য ভালো। হেয়ার প্যাক লাগানোর সময় না থাকলে তুলসীর পানিও ব্যবহার করতে পারেন। এর জন্য ৩ গ্লাস পানি গরম করুন। এবার এতে ২০-২৫টি তুলসী পাতা মেশান। ভালো করে ফুটিয়ে নিন, যাতে এর রস পানিতে দ্রবীভূত হয়। এরপর এটি ঠান্ডা করে নিন। এবার শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই সময় আপনার আঙুল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে থাকুন। এই দেশীয় পদ্ধতি খুবই উপকারী প্রমাণিত হতে পারে।
হেয়ার মাস্ক
কারি পাতা এবং তুলসী মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করতে পারেন। ১০টি কারি পাতা এবং তুলসী পাতা একসঙ্গে মেশান। এর সঙ্গে ১ বা ২ ফোঁটা পেপারমিন্ট এসেন্সিয়াল অয়েল মেশান। এবার এটি আপনার মাথার ত্বকে লাগান। চুলের দৈর্ঘ্য অনুযায়ী কারি ও তুলসী পাতা নেবেন। হেয়ার মাস্কটি অন্তত ৩৫ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন।
তুলসী হেয়ার প্যাক বানাতে গাঢ় সবুজ রঙের এবং উজ্জ্বল পাতাগুলো বেছে নিন। শুকিয়ে যাওয়া পাতা নেবেন না। পাতাগুলোতে কোনো দাগ আছে কিনা পরীক্ষা করুন। ছিড়ে গেলে পাতাগুলো দেরি না করে ব্যবহার করুন। এগুলো শীতল এবং শুকনো জায়গায় সংরক্ষণ করুন। সপ্তাহে অন্তত একবার তুলসী হেয়ার প্যাক ব্যবহার করুন। এটি আপনার চুলকে স্বাস্থ্যকর রাখবে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.