মিডিয়ার কাউকে বিয়ে করব না: পূজা চেরি

বিনোদন ডেস্ক: মিডিয়ার কোনো ছেলেকে বিয়ে করবেন না বলে জানিয়েছেন চেরি। শুধু তাই নয়, বিয়ের পর অভিনয় থেকেই বিদায় নেবে তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভশন চ্যানেলে এসব ব্যক্তিগত বিষয় নিয়ে মনের আগল খোলেন এ চিত্রনায়িকা।

Islami Bank

শুরুতে নিজের নামে একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেন পূজা। তার ভাষ্য, ‘প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত। কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি।’

আরও পড়ুন>> প্রথম ছবি মুক্তিতে উত্তেজনা হচ্ছে: মিথিলা

one pherma

অনুষ্ঠানে পূজা চেরি কথা বলেন বিয়ে প্রসঙ্গেও। তিনি বলেন, ‘আমি সবসময় বলি, এখনও বলছি— আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সবসময় বলি। তাই বলে এমন নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি। আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।’

এই মুহূর্তে পূজা আছেন যুক্তরাষ্ট্রে। একটি অনুষ্ঠানে অংশ নিতে মাসের শুরুতে মাকে নিয়ে তার সেখানে যাওয়া। ১০ জুলাই তিনি ঢাকায় ফিরবেন। ফেরার পর ‘লিপস্টিক’ নামের নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। ছবিটির পরিচালক কামরুজ্জামান রোমান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us