একদিনে রেকর্ড ৮২০ ডেঙ্গু রোগী হাসপাতালে

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। এ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। একই সময়ে আরও ৮২০ জন (একদিনে সর্বোচ্চ) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৬৭ জন মারা গেলেন।

Islami Bank

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন>> মিডিয়ার কাউকে বিয়ে করব না: পূজা চেরি

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৫০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭২৯ জন ঢাকা বিভাগের বাইরের।

one pherma

এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us