ইবিতে ভর্তি: আসনপ্রতি ১৩ শিক্ষার্থীর আবেদন

সম্প্রতি শেষ হয়েছে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির আবেদন করেছেন ২৭ হাজার ৩৪৩ ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়টিতে ৩২টি বিভাগে দুই হাজার ৫০টি আসনের বিপরীতে আসনপ্রতি আবেদনকারী ১৩ শিক্ষার্থী।

Islami Bank

সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন>> মিডিয়ার কাউকে বিয়ে করব না: পূজা চেরি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ৯৭০টি (মানবিক ও বাণিজ্য বিভাগসহ), ‘বি’ ইউনিট অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের জন্য ৬৪২টি (বাণিজ্যসহ), ‘সি’ ইউনিট অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৪৩৮টি (মানবিকসহ) আসন বরাদ্দ রয়েছে।

one pherma

এর আগে, ২০ জুন শুরু হয়ে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রম শেষ হয়। এতে সর্বোচ্চ আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৯ হাজার ৯৮৯ জন।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সময়ক্ষেপণ রোধে তিনটি ধাপেই ভর্তি কার্যক্রম শেষ করে জুলাই কিংবা আগস্টেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us