চোখ সুরক্ষায় সানগ্লাসের ভূমিকা

আমরা অনেকেই ভাবি সানগ্লাস শুধুই ফ্যাশনের জন্য। বিষয়টা কিন্তু তা নয়। আসলে কথা হচ্ছে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে সানগ্লাসের ব্যবহার অত্যন্ত জরুরি। এবার কিছু তথ্য জেনে নেওয়া যাক।

Islami Bank

অতি বেগুনি রশ্মি

আকাশ মেঘলার চেয়ে রোদ ঝলমলে থাকাটাই অনেক পছন্দ করেন। কিন্তু অতিরিক্ত রোদে যে ক্ষতিকারক দিক রয়েছে, তা অনেকেরই জানা নেই।সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের জন্য খুবই ক্ষতিকর তাই চোখকে বাঁচাতে সানগ্লাসের পড়া অতি প্রয়োজন।

আরও পড়ুন>> সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: রিজভী

সানগ্লাস কিনতে বিশেষজ্ঞের সাহায্য

সুন্দর চেহারা বা রং দেখে সানগ্লাস কেনা উচিত নয়। কারণ সঠিক মাপ না হলে সূর্যের তাপ সরাসরি ঢুকতে পারে, যার ফলে যে লক্ষ্য নিয়ে সানগ্লাস পরা হয় সে কাজই আর হয়ে ওঠে না। অর্থাৎ সানগ্লাস পরেও পুরো উপকার থেকে বঞ্চিত হতে পারে।

one pherma

সঠিত রং বেছে নেওয়া

সানগ্লাস কী আপনি প্রতিদিন ব্যবহার করেন, নাকি মাঝে মাঝে অথবা শুধু সমুদ্র সৈকত বেড়ানোর সময়? সূর্যের তাপ, সময়, জায়গা ইত্যাদির ওপর নির্ভর করে সানগ্লাসের রং। পরিবেশ আর পরিস্থিতির ওপরই নির্ভর করে সানগ্লাসের রং কী হবে, অর্থাৎ হালকা, গাঢ়, ব্রাউন, কালো না অন্য কোনো রং।

চোখের সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ

চোখে ব্যথা বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে উপকারের চেয়ে অপকারই হতে পারে, বিশেষ করে কম দামি বা প্লাস্টিক জাতীয় সানগ্লাস ব্যবহার করলে। তাছাড়া সূর্যের তাপমাত্রাও বিভিন্ন সময়ে পরিবর্তন হয়ে থাকে, তখন আরও বেশি সমস্যা হতে পারে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us