নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাজারগুলোতে গত দুইদিন কাঁচা মরিচের দাম কমে ৩০০ থেকে ৩২০ টাকা হয়েছিল। তবে শনিবার দাম আবারো বেড়েছে। খুচরায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। প্রতি কেজি ৪০০ টাকা বিক্রি করছেন বিক্রেতারা।
এদিকে, কাঁচা মরিচের সঙ্গে দাম বেড়েছে টমেটোরও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে।
আরও পড়ুন>> সৌদি আরবের ক্লাবে যোগ দিবেন সাদিও মানে
পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল। যা শনিবার এসে আরও ১০০ টাকা বেড়ে হয়েছে ৩২০ টাকা। খুচরা বাজারে যা ছাড়িয়েছে ৪০০ টাকা। শুক্রবার রাতে কারওয়ান বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) মরিচ বিক্রি হয় এক হাজার ৬০০ টাকা দরে। এক রাতের ব্যবধানে যা বেড়েছে ৫০০ টাকা পর্যন্ত।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০০ টাকা পর্যন্ত উঠেছিল। ঈদের পর তা কমে গত রোববার ২০০ টাকায় নেমেছিল। এরপর ওই নিম্নমুখী দাম স্থির ছিল মাত্র একদিন। পরদিন আবারও দাম বেড়ে ৪০০ টাকায় ওঠে। এরপর গত সপ্তাহের দাম কিছুটা কম থাকলেও এখন আবার বাড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে। মরিচ বিক্রেতারা বলেন, আজ যারা মরিচ কিনেছেন তারা বেশি দামে বিক্রি করছেন। কারণ পাইকারিতে দাম বেড়েছে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.