ইউরোপিয়ান লিগের নামিদামি অনেক ফুটবলার পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাত ধরে এর সূচনা হয়েছিল।এরপর মধ্যপ্রাচ্যের দেশটির ক্লাবে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ও চেলসির মিডফিল্ডার এনগলো কন্তের মতো ফুটবলাররা।
এবার সৌদি আরবের ক্লাব ফুটবলে নাম তুলতে চলেছেন আরও এক কিংবদন্তি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে হতে যাচ্ছেন সৌদি প্রো লিগের পরবর্তী বড় নাম। শিগগিরই তাকে মধ্যপ্রাচ্যের দেশটিতে দেখা যেতে পারে বলে দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
আরও পড়ুন…বিএনপির হামলায় ছাত্রলীগ আহত ৭ কর্মীসহ
বৃহস্পতিবার (১৪ জুলাই) ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের কর্মকর্তাদের সঙ্গে সাবেক লিভারপুল তারকার প্রতিনিধিরা বৈঠক করেছে। সৌদি আরবের ক্রীড়াবিষয়ক জনপ্রিয় দৈনিক আরিয়াদিয়ার সূত্র দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম।
প্রতিবেদনে বলা হয়, এই গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে আল-নাসরে যোগ দিবেন সেনেগালের ৩১ বছর বয়সী এই উইঙ্গার। সে লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার দুই পক্ষ বৈঠক করেছে। ৩০ মিলিয়ন ইউরোতে আল-নাসরে রোনালদোর সতীর্থ হতে যাচ্ছেন মানে।
যদিও বর্তমানে ফুটবলার কেনার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞার কবলে রয়েছে আল-নাসর। মূলত সাবেক ফুটবলারের টাকা পরিশোধ করতে না পারায় নতুন ফুটবলার।
আরও পড়ুন…৩০ টাকা কেজিতে চাল এবং ১০০ টাকায় তেল বিক্রি করবে টিসিবি
ক্রয়ের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা পেয়েছে ক্লাবটি। ২০১৮ সালে ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে ২০২০ সাল পর্যন্ত খেলেন আহমেদ মুসা। কিন্তু চুক্তির শর্তানুযায়ী এডভান্সের ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ করেনি ক্লাবটি।
এই অর্থ পরিশোধ না করায় আল-নাসরকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। তাই সাদিও মানেকে নিবন্ধন করাতে হলে আহমেদ মুসার প্রাপ্ত অর্থের সমস্যার সমাধান করতে হবে ক্লাবটিকে। ফিফা নিশ্চিত করেছে যে, সমস্যাটি সমাধান করতে পারলেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, মানের সঙ্গে আল-নাসরের আলোচনা অব্যাহত থাকবে। ক্লাবটির নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি বায়ার্ন মিউনিখেই থাকবেন। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেই সৌদি আরবে পাড়ি দিবেন আফ্রিকার এই তারকা ফুটবলার।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.