রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে মো. হাসান (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সিফাত পেট্রোল পাম্পের বিদ্যুৎগলি এলাকায় এঘটনা ঘটে।

Islami Bank

নিহত হাসানের গ্রামের বাড়ি পটুয়াখালীর সদরে। ঢাকায় তিনি সায়েদাবাদ এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।

আরও পড়ুন>> যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, পুলিশ হাসানকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

one pherma

তিনি আরও জানান, ওয়ার্কশপে কাজ শেষে বাসায় ফিরছিলেন হাসান। দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হাসান ছিনতাইকারীর কবলে পড়েছিলেন কিনা জানতে চাইলে বাচ্চু মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হাসানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us