নোয়াখালীর কবিরহাটে গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর দায়ে এক যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে মাদক দ্রব্য।
নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডিত যুবকের নাম মো.হৃদয় (২৮)।সে জেলার সদর উপজেলার কালিতারা গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
আরও পড়ুন…রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।
আদালত সূত্রে জানা যায়, বিকেলের দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রাজাকারের টেক এলাকায় গাঁজা সেবন করে মোটরসাইকেল চালানোর সময় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অপরদিকে, হেলমেটবিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে ৩টি পৃথক মামলায় ৩ জনকে সড়ক পরিবহন আইনে ৬হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কবিরহাট থানার পুলিশ ও আনসার সদস্যগণ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.