আলোর উৎসবে পুত্র ঈশানকে নিয়ে প্রকাশ্যে নুসরাত!

বিনোদন ডেস্ক :

আলোর উৎসবে বড়সড় চমক দিলেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান! ইনস্টাগ্রামে নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপন তো বটেই, এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত পুত্র ঈশানের ছবিও!

Islami Bank

বেগুনি সিল্ক শাড়ি। সঙ্গে ছিমছাম গয়না, হাল্কা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরত। আঁচলের ফাঁকে বেরিয়ে ছোট্ট মাথা। বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও। ইনস্টাগ্রামে নুসরাতের দীপাবলির উপহারে মাতোয়ারা অনুরাগীরাও।

‘রাকা’র ইনস্টাগ্রাম স্টোরি বলছে, শুধুই আলো জ্বেলে তার উদ্‌যাপন। শ্বেত পাথরে বাঁধানো মেঝে, আঙিনা। তাতে নানা রঙে রঙ্গোলির নিখুঁত আলপনা। প্রতিটি রঙ্গোলির পাশে, সামনে মাটির প্রদীপের। স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। ছবিতে নুসরাতের মন্তব্য ‘ভাইবস’, অর্থাৎ উৎসবের স্পন্দন।

one pherma

নুসরাত কি নিজের হাতে আলপনা এঁকেছেন? জ্বেলেছেন মাটির প্রদীপ? জানা যায়নি। তবে এভাবেই হাইকোর্টের রায় মেনে পরিবেশবান্ধব দীপাবলি উদযাপন সাংসদ-তারকার।

আলোর উৎসবের আগেই কাশ্মীর থেকে ফিরেছেন ‘জয় কালী কলকাত্তেওয়ালি’-র নায়িকা। ভূস্বর্গে যশের সফর সঙ্গী ছিলেন। পাশাপাশি, এনা সাহার আগামী ছবিতে ফের জুটি বাঁধছেন দুজনে। সেই ছবির একটি গানও ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

ইবাংলা/এএমখান/০৪ নভেম্বর, ২০২১

Contact Us