যে কারণে তলপেটে ট্যাটু করিয়েছেন মিমি

বিনোদন ডেস্ক: ট্যাটু করা হালফ্যাশনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেকের শরীরেই পছন্দসই ট্যাটু ফুটিয়ে তুলতে দেখা যায়। বিশেষ করে অভিনয়শিল্পীদের মধ্যে এই ট্রেন্ড অনুসরণ করতে বেশি দেখা যায়। তালিকায় রয়েছেন টলিউড লাস্যময়ী মিমি চক্রবর্তী।

Islami Bank

তলপেটের ডান দিকে এক পালক আঁকা ট্যাটু রয়েছে মিমির। তবে ওই ট্যাটুর নেপথ্যে লুকিয়ে এক সিক্রেট। কী সেই গোপন রহস্য। এবার জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন>> প্রেম নিয়ে মুখ খুললেন মেহজাবীন

one pherma

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানান, ছোটবেলার এক দাগ ঢাকতেই তলপেটে ট্যাটু করিয়েছেন। অ্যাপেনডিক্স অস্ত্রোপচার হয়েছিল তার। সেই দাগ আজও মিলিয়ে যায়নি। ক্রপ টপ পরলে তা হয়ে থাকত দৃশ্যমান। আর তা ঢাকতেই মিমির আশ্রয় ওই পালক ট্যাটু। বেশ কিছদিন আগে নিজেই প্রথমবার ট্যাটু সিক্রেট শেয়ার করেছিলেন তিনি।

কিছুদিন আগে ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মিমি। সেই হাসপাতালে পরিচ্ছন্নতা নিয়ে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে সাংসদের কাছে। একদিকে সাধারণ মানুষের দায়িত্ব, অন্য দিকে অভিনয়। দুটি দিক সমান তালে সামলে চলেছেন তিনি।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us