থাইল্যান্ডে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন। সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সভার ফাঁকে এ বৈঠক হয়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনন্দবাজার।

আরও পড়ুন>> পূর্বাভাসের চেয়েও বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি: এডিবি

মো‌মেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে উঠেছে আমেরিকার প্রসঙ্গ। পরে একটি টুইট করে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে চমৎকার বৈঠক হল। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে আরও ঘন ঘন দেখা করা হবে বলে স্থির হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। এরপর তারা ব্যাংকক যান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মেকং গঙ্গা সহযোগিতার (এমজিসি) ১২তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এবং বিমসটেকের রাষ্ট্রমন্ত্রীদের অবকাশ সভায় অংশ নেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us