রাঙামাটিতে টিসিবি-ওএমএস সামগ্রী বিতরণে অনিয়ম করলে ব্যবস্থা

আলমগীর মানিক,রাঙামাটি

পার্বত্য জেলা রাঙামাটিতে টিসিব’র পণ্য সামগ্রী বিতরণে সংশ্লিষ্ট্য ডিলারদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে রাঙামাটির টিসিবি ও ওএমএস ডিলারদের সাথে বৈঠক করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

আরও পড়ুন…নোয়াখালীতে মাদক মামলায় তিনজনের কারাদণ্ড

মঙ্গলবার (১৮ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল ওএমএস ও টিসিবি ডিলারদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা ওএমএস ও টিসিবি ডিলারসহ সংশ্লিষ্টরা।

এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের ওএমএস ও টিসিবি বিতরণের মূল লক্ষ হচ্ছে দেশের মানুষ যাতে বাজার করতে স্বাচ্ছন্দ বোধ করে। সরকারের এধরণের জনকল্যাণমূখী কাজে যারা অসৎ উদ্দেশ্যে দূর্নীতির করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us