দ্বিতীয় দিনেও আ.লীগে শান্তি-উন্নয়ন শোভাযাত্রায় মানুষের ঢল

নিজস্ব প্রতিনিধি :

আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশ হয়েছে। এরই মাঝে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়েছে রাজপথ।

Islami Bank

আরও পড়ুন…শান্তির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আওয়ামী লীগ: মির্জা আব্বাস

বুধবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে শোভাযাত্রাপূর্বক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাধনীতি এবং অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

one pherma

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সঞ্চালনায় রয়েছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

আরও পড়ুন…থাইল্যান্ডে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক

এর আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে জড়ো হন নেতাকর্মীরা। শোভাযাত্রা শুরুর আগেই মগবাজার থেকে মহাখালী মূল রাস্তা, আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজপথ। শোভাযাত্রাটি সাতরাস্তা থেকে মহাখালী মোড়ে গিয়ে শেষ হবে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us