রাশিয়ায় শপিং মলে বিস্ফোরণ, নিহত ৪

রাশিয়ায় ভ্রেমেনা গোদা (দ্য সিজনস) নামে পরিচিত শপিং একটি গরম পানির পাইপে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী মস্কোর পশ্চিমাঞ্চলের ওই শপিং মলে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন।

Islami Bank

মেয়রের বরাত দিয়ে রয়টার্স ও আরটি নিউজ জানায়, আহতদের কয়েকজন পুড়ে গেছেন এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবা কাজ করছে। একটি পানির পাইপ ফেটে যাওয়ায় মস্কোর দ্য সিজনস মলে ওই দুর্ঘটনা ঘটেছে। গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন এবং মলের ভেতরে প্রায় ২০ জন আটকা পড়েছেন।

আরও পড়ুন>> ডেঙ্গুতে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

one pherma

স্থানীয় সংবাদমাধ্যম লাইফের খবরে বলা হয়, শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে গেছে। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া রুশ টেলিগ্রাম চ্যানেল ‘শট’ এই ঘটনার একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পাইপের বিস্ফোরণের কারণে শপিং মলের একটি সিঁড়ির ওপরের দেয়ালে গর্তের সৃষ্টি হয়েছে। শটের অন্য একটি ভিডিওতে ভবনের দরজা দিয়ে গরম বাষ্প বের হতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে আহত অনেক ক্রেতা ও মলের কর্মীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us