তিন দিনে কত আয় করল রণবীর-আলিয়ার ছবি

বিনোদন ডেস্ক: সাত বছর পর পরিচালনায় ফিরেই ম্যাজিক দেখালেন করণ জোহর। দর্শক যে এখনও বলিউডি মশলা মুভি বা বলা ভালো ফ্যামিলি মুভি দেখতে ভীষণই পছন্দ করেন, সেটা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র বক্স অফিস কালেকশন মোটামুটি বুঝিয়ে দিচ্ছে। মুক্তির পর থেকে ভালোই সাড়া পাচ্ছে রণবীর আলিয়ার এই ছবি। তৃতীয় দিনেও বাড়ল আয়ও।

Islami Bank

রোববার ১৯ কোটি রুপির ব্যবসা করেছে রকি-রানির প্রেমের গল্প। এমনটাই আপাতত সাচনিল্কের রিপোর্ট থেকে জানা গিয়েছে। গত শুক্রবার (২৮ জুলাই) বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। এতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী।

আরও পড়ুন>> দেশে ফিরেছেন ১ লাখ সাড়ে ১০ হাজার হাজি

সাচনিল্কের প্রতিবেদন অনুযায়ী, রোববার এই ছবি ভারতীয় বক্স অফিসে ১৯ কোটি রুপি আয় করেছে। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন যে ছবির আয় বেড়েছে সেটা স্পষ্ট। প্রথম দিন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে মোট ১১.১ কোটি রুপি আয় করে, দ্বিতীয় দিন সেটা বেড়ে দাঁড়ায় ১৬.০৫ কোটিতে। তৃতীয় দিন আরও বাড়ল আয়। প্রথম সপ্তাহে ছবিটি মোট ৪৬ কোটি রুপি ব্যবসা করল তিন দিনে।

one pherma

ধর্মা প্রোডাকশনের তরফে বক্স অফিসের আয় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া হয়। টুইটারে একটি পোস্ট করে এই প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়, ভালোবাসার উদযাপন বক্স অফিসে বড় আকারে ধরা দিচ্ছে। আপনারা সকলেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’কে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

এই ছবিতে মূলত দেখানো হয়েছে এমন একটি জুটিকে, যারা একে অন্যের থেকে ভীষণই আলাদা। রণবীর অর্থাৎ ছবির রকি পঞ্জাবি, সে শরীরচর্চা করতে ভীষণই ভালোবাসে। অন্যদিকে আলিয়া বা ছবির রানি বাঙালি, সে পেশায় একজন সাংবাদিক। এমন অবস্থায় তারা একে অন্যের প্রেমে পড়ে। কিন্তু তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় অনেক কিছুই। সেগুলোকে কী করে তারা অতিক্রম করে— সেটাই এখানে তুলে ধরা হয়েছে।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us