কলকাতার ওয়েব সিরিজে শুভ

‘মুজিব’ সিনেমার মাধ্যমে ফের আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। এর মধ্যেই অভিনেতার আরও একটি সিনেমার খবরে ব্যাপক উচ্ছ্বসিত শুভর ভক্তরা। সামনেই কলকাতার নতুন একটি ওয়েব সিরিজে পর্দা মাতাতে আসছেন শুভ।

কলকাতায় তার অভিনীত ওয়েব সিরিজটির নাম ‘উনিশে এপ্রিল’। সম্প্রতি সিরিজটির শুটিং শেষ হয়েছে। প্রায় ২০ দিন কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ করে গেল মাসের শেষের দিকে দেশে ফিরেছেন এই নায়ক।

আরও পড়ুন>>  সহিংসতা বেড়েই চলছে হরিয়ানায়, ১৪৪ ধারা জারি

জানা গেছে, সত্তর দশকে কলকাতা শহরে সংঘটিত সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে মূলত নির্মিত হয়েছে ‘উনিশে এপ্রিল’। সত্য ঘটনা অবলম্বনে থ্রিলার ঘরানার এ সিরিজে একজন শিক্ষাবিদের চরিত্রে দেখা যাবে শুভকে। তবে এই প্রথম এ ধরনের চরিত্রে কাজ করেছেন তিনি।

সিরিজটি নির্মাণ করেছেন অরিন্দম শীল। এর আগে ২০১৮ সালে ‘বালি ঘর’ নামের তার একটি সিনেমায় আরিফিন শুভর অভিনয় করার কথা ছিল। সে সময় ঢাকাতে সিনেমাটির সংবাদ সম্মেলনেও এসেছিলেন এই নির্মাতা। শুধু তাই নয়, সিনেমাটির জন্য শুভ লুক সেটও করেছিলেন। কিন্তু কোনো কারণে সিনেমাটি আর করা হয়ে উঠেনি।

প্রসঙ্গত, ‘উনিশে এপ্রিল’ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ ও সৌরসেনী। চলতি মাসের শেষ দিকে ‘উনিশে এপ্রিল’ একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান এই অভিনেতা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us