সরিষাবাড়ীতে নিরুত্তাপেই শেষ হলো তিনদিন ব্যাপী কৃষি মেলা

মতিউর রহমান সরিষাবাড়ী

বিগত বছরগুলোর তুলনায় ছিল না দর্শক বা ক্রেতা সমাগম। ৮ আগষ্ট উদ্বোধনী দিনে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান।স্বল্প পরিসরে।

Islami Bank

উপজেলা প্রশাসন হলরুমে তিন দিন ব্যাপী (৮-১০ আগষ্ট)কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় অংশ নেয়া নার্সারী বা ষ্টলগুলোতে ছিল না ক্রেতা সমাগম।

আরও পড়ুন…করোনা: মৃত্যু নেই, শনাক্ত ৩৫

মাঝে মধ্য দু-চারজন ক্রেতা শখের বশে পছন্দের কেনকাটা করতে দেখা গেছে। অন্যান্য বছর মেলার মাঠে আনন্দঘন পরিবেশ বিরাজ করলেও এ বছর ছিল তার বিপরীত।

কারণ হিসেবে আগষ্ট মাসকে (শোকের মাস) উল্লেখ করা হয়েছে। মেলার ২য় দিনের অবস্থা ছিল প্রায় ক্রেতা বা দর্শক শুন্য। উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারী ছাড়া বহিরাগত দর্শক বা ক্রেতা ছিল হাতেগণার মতো।

মেলার শেষদিন ১০ আগষ্ট কিছুটা দর্শক সমাগম ঘটে। এ দিন পুরষ্কার নিতে আসা প্রতিযোগীদের সাথে মেহমান বা দর্শক আসায় কিছুটা প্রাণ ফিরে পায় মেলার মাঠ।

আরও পড়ুন…নোয়াখালীতে ভূমি ও গৃহহীনদের মাঝে ৪১৮টি ঘর হস্তান্তর

one pherma

মেলায় বিভিন্ন অঞ্চল থেকে কৃষকেরা নানা প্রকার ফলমূল উপস্থাপন করে। মেলায় জমা দেয়া ফল সামগ্রীগুলো বিচারক মন্ডলী মূল্যায়ন করে পুরষ্কারের স্থান নির্ধারন করেন।উল্লেখ্য কেউ কেউ পুরষ্কারের আশায় বাজার থেকে ফল বা সবজি সামগ্রী ক্রয় করে প্রদর্শণিতে অংশ গ্রহণ করেছে বলেও জনশ্রুতি রয়েছে।

এ ছাড়াও কৃষি অফিসে কর্মরত ষ্টাফদের প্রদর্শনিতে অংশ নেয়ার বিষয়ে বৈধতা নিয়ে প্রশ্ন দোল খাচ্ছে মানুষের মনে। সঠিক মূল্যায়ন বা স্থান নির্ধারণির বিষয়েও গুঞ্জন রয়েছে অনেকের মাঝে।

উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহের সভাপতিত্বে পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান ইউএনও শারমিন আক্তারসহ কৃষকলীগের নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তবৃন্দ উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

আরও পড়ুন…মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

উল্লেখ্য অনুষ্ঠানের প্রধান অতিথি ডিডি জাকিয়া সুলতানা রাষ্ট্রিয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগদান করতে পারেননি বলে জানা গেছে।অন্যান্য বছরের তুলনায় এ বছর মেলার মঞ্চটি ব্যয় বহুল ও নান্দনিক হলেও মেলায় দর্শক সমাগম বা উত্তাপ না থাকায় উৎসব আমেজ দেখা যায়নি।

মেলায় পুরষ্কারের আশায় ক্রয় করা পণ্যাদি জমা দিয়ে পুরষ্কার লোফে নেয়া, সঠিক স্থান নির্ধারণ, কৃষি বিভাগে কর্মরত ষ্টাফদের অংশ গ্রহণ ও পুরষ্কা লোফে নেয়া কতটা যৌক্তিক এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us