ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি ঘোষণা

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং একইসাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা স্মরণে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Islami Bank

১৪ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম দেয়া হবে।পরবর্তীতে ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।

এরপরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম’র নেতৃত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান উপস্থিতিতে ডিনবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হবে।

আরও পড়ুন…বাউসি হাই স্কুল এন্ড কলেজে শোক দিবস- বিদায় ও সম্বর্ধনা উপলক্ষ্যে দোয়া

এরপর সকাল ১০ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে।

এরপরে শোকদিবসের আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সকাল সাড়ে ১০টায় টিএসসিসিতে অনুষ্ঠিত হবে। এবং মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধুর উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হবে।

one pherma

আরও পড়ুন…বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই: ফখরুল

অপরদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের উপস্থিতিতে ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক প্রতিবাদ র‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হবে।

র‌্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আরও পড়ুন…নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: কৃষিমন্ত্রী

এ সময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গ্রেনেড হামলা দিবসের আলোচনাসভা বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us