শপথ নিলেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ারুল হক কাকার। সোমবার (১৪ আগস্ট) দেশটির অষ্টম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেন তিনি।

Islami Bank

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে কাকারকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান অসীম মুনির, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর আনোয়ার-উল-হক কাকারের শপথ নেয়ার কথা ছিল রোববার (১৩ আগস্ট)।

আরও পড়ুন>> হঠাৎ মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন

শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশেদ মির্জা, সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে রোববার গভীর রাতে জাতির উদ্দেশে এক বিদায়ী ভাষণে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ওপর আমার আস্থা আছে।’

আগের সরকার এবং বিরোধী দল-উভয় পক্ষের রাজনীতিবিদরাই কাকারের এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন বলেই আশা তাদের।

one pherma

আনোয়ারুল হক কাকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন রাজনীতিক। ২০১৮ সালে তিনি বেলুচিস্তান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনেটর নির্বাচিত হন।

অতি সক্রিয় রাজনীতিক হিসেবেও পরিচিতি রয়েছে আনোয়ারুল হক কাকারের। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

সিনেটরের দায়িত্বের পাশাপাশি ‘সিনেট স্ট্যান্ডিং কমিটি অব ওভারসিজ পাকিস্তানিস অ্যান্ড হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট’-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেছেন কাকার।

কাজ করেছেন সিনেটের ব্যবসায়িক উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, বৈদেশিক বিষয় ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য হিসেবেও।

২০১৮ সালে প্রতিষ্ঠিত বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সংসদীয় নেতার ভূমিকা পালন করেন আনোয়ারুল হক কাকার। চলতি বছরের এপ্রিল পর্যন্ত টানা পাঁচ বছর এ দায়িত্ব পালন করেন তিনি।

বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন আনোয়ারুল হক কাকার। ইংরেজি, উর্দু, ফার্সি, পশতু, বেলুচ ও ব্রাহ্ভি ভাষায় তার দারুণ দক্ষতা রয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us