‘প্রহেলিকা’ দেখে মাহফুজকে নিয়ে যা বললেন শাবনূর

ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের তালিকার অন্যতম শাবনূর। যিনি এখন স্থায়ী হয়েছেন অস্ট্রেলিয়ায়। দেশের বাইরে থাকলেও দেশের সিনেমা আর সহকর্মীদের প্রতি তার ভালোবাসা আজও রয়েছে অটুট।

সর্বশেষ ১৩ আগস্ট সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখেন অভিনেত্রী শাবনূর। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারই বেশ কয়েকটি সিনেমার নায়ক মাহফুজ আহমেদ। পুরনো নায়ককে পর্দায় নতুন আবহে দেখে মুগ্ধ শাবনূর। সিনেমা দেখে বের হওয়ার পর সরাসরি তার দেখা হয়ে যায় মাহফুজ আহমেদের সঙ্গে। জমে ওঠে দুজনার গল্প।

আরও পড়ুন>> বাংলাদেশকে ৪৯০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি। তিনি ভালো নির্মাণ করেন। সিনেমাটা দারুণ বানিয়েছেন তিনি। আর আমাদের মাহফুজ তো ‘কামাল’ করে দিয়েছে ৷ প্রায় সময়ে তিনি সিনেমা দেখতে আসেন ছেলে আইজানকে নিয়ে। তবে এই সিনেমাটিতে দেখতে এসে তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। আমি আজ এসে তো অবাক। কারণ, এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

শাবনূরের বিমুগ্ধ মাহফুজ আহমেদ বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিং মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনো যে মেয়েরা সিনেমায় আসছে, তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।

শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর। সিনেমাটিতে মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন–নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। ‘প্রহেলিকা’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ ৪ বছর পর আবারও পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us