ইউপি চেয়ারম্যান প্রার্থীর চালককে কুপিয়ে হত্যা!

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার ব্যক্তিগত মোটরসাইকেল চালক মাসুদ বেপারীকে (২৪) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (৫ নভেম্বর) রাতে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।

Islami Bank

শনিবার (৬ নভেম্বর) সকালে বড় বিঘাই ইউনিয়নের ২নং ওয়ার্ডে রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত মাসুদ বেপারী ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল লতিফ বেপারীর ছেলে।

বড়বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াহিদুজ্জামান মজনু মোল্লা জানিয়েছেন, শুক্রবার (০৫ নভেম্বর) রাতে আমরা পটুয়াখালী থেকে বড়বিঘাই আসি এবং ওই রাতে মাসুদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার হাওলাদার ও রাহাত মাঝিকে তাদের বাড়িতে নামিয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।

one pherma

এ ব্যাপারে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানিয়েছেন, নিহত মাসুদ ব্যাপারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Contact Us