সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই: আব্দুস সালাম

সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

Islami Bank

তিনি বলেন, তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে সরকার মনে করেছিল তাদের পতন আন্দোলন স্তব্ধ করা যাবে, পারে নাই। পরে জঙ্গি নাটক করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরানোর চেষ্টা করল, তাতেও ব্যর্থ হয়েছে। কোনো নাটক কাজে আসছে না। সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই, তা সরকারের মন্ত্রীদের কথায়ও ফুটে ওঠেছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৩২৭

one pherma

বিএনপির এই নেতা বলেন, সরকার কথায় কথায় ষড়যন্ত্র দেখে। আরে ষড়যন্ত্রের রাজনীতিতো করে আওয়ামী লীগ। এরা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে। এরা গণবিরোধী দল। এদের অবস্থান সবসময় জনগণের বিরুদ্ধে। তাই জনগণকে ভোট থেকে দূরে রাখতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না।

আব্দুস সালাম বলেন, ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার দিশেহারা হয়েছে। দেশ-বিদেশে প্রত্যাখিত হয়ে সরকার এখন দমন-পীড়নে মেতে ওঠেছে।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মো. পাপ্পা সিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সূমন ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আউয়াল আকন, মহিলা দলের আহ্বায়ক রূমা আক্তার, ছাত্রদল পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকী, দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় সহ মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us