যেভাবে হোয়াটসঅ্যাপে ভিডিও বার্তা পাঠাবেন

ইবাংলা ডেস্ক

বর্তমানে বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এত দিন বার্তা বা ছবি আদান-প্রদান, ভয়েস ও ভিডিও কলের সুযোগ মিললেও সম্প্রতি ভিডিও বার্তা পাঠানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ।

Islami Bank

আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন থেকে সহজেই এ সুবিধা ব্যবহার করা যায়।

ভিডিও বার্তা পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাট অপশনে প্রবেশ করতে হবে। এরপর অডিও বার্তা পাঠানোর আদলে মাইক্রোফোন বাটন ট্যাপ করে ভিডিও মেসেজ বাটন নির্বাচন করতে হবে।

এবার বাটনটি ট্যাপ করার পর ভিডিও আইকন চেপে ধরে ভিডিও রেকর্ড করতে হবে। বাটন থেকে আঙুল তুলে নিলেই রেকর্ড করা ভিডিও বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।

one pherma

আরও পড়ুন…অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ উপজেলা চেয়ারম্যানের সিএনজি স্টেশন বন্ধ

হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠানো যাবে। ফলে চাইলে ভিডিও বার্তার মাধ্যমে বন্ধু বা পরিচিতদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য বা অন্যদের বার্তার প্রতিক্রিয়াও জানানো সম্ভব।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us