রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র এবং এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার একটি মেস থেকে ইফতিয়াক আহমেদ অনিক নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া যাত্রাবাড়ীতে থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর ঝুলন্ত মরদেহ।

রোববার দিবাগত রাতে মরদেহ দুটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আরও পড়ুন>>  যে কারণে অভিনয় থেকে বিরতি মাহির

জানা যায়, রাতে তেজতুরি বাজারের একটি বাড়ির চারতলায় থাকা মেস থেকে অনিক নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মাস্টার্সের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অনিকের বাড়ি বরিশাল। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। তবুও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে যাত্রাবাড়ীর সনটেক ঈসাখাঁ রোড এলাকার একটি ছয়তলা ভবনের লোহার দরজা ভেঙে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিতু আক্তার (২৭)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস উদ্দিন বলেন, রাতে ঈসাখাঁ রোডের একটি ভবনের ৬ তলার লোহার দরজা ভেঙে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ফাঁস লাগানো ছিল। মিতুর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বাবার নাম নজরুল ইসলামে। যে বাসায় মরদেহ পাওয়া গেছে, মিতু সেখানেই বসবাস করতেন। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সন্তানকে নিয়ে থাকতেন তিনি।

কী কারণে মিতু আত্মহত্যা করেছেন এখনো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us