রামপালের ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় জাহাজ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় ৩১ হাজার টন কয়লা নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামের একটি বাণিজ্যিক জাহাজ।

Islami Bank

সোমবার সকাল ১০টার দিকে মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে জাহাজটি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য জানান।

আরও পড়ুন>> রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি বলেন, ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৫০০ টন কয়লা খালাস করে। লাইটারে করে তা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।

one pherma

তিনি আরো জানান, বাকি ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে এমভি জেইন। দুপুরের পালা থেকে পণ্য খালাস শুরু হবে। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এর আগে, ৩১ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ টন কয়লা নিয়ে এমভি বসুন্ধরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us