চাকরি না পেয়ে যুবকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি না পেয়ে রাজধানীতে রাজীব চক্রবর্তী নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) রাতে সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Islami Bank

শনিবার (৬ নভেম্বর) রাজীবের ভাই রাজেশ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাই পড়ালেখা শেষ করে, দীর্ঘদিন ধরে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছেন। চাকরির জন্য চেষ্টাও করছিলেন প্রতিনিয়ত। তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন রাজিব।

ভাই রাজেশ চক্রবর্তী বলেন, শুক্রবার রাতে টিউশনি থেকে বাসায় ফিরে কথাবার্তা না বলেই নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে তাকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না। দরজার ফাঁকা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। আমরা সবুজবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

one pherma

সবুজবাগ থানা পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত রাজীবের মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকার ২৯ নম্বর বাসার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও বলেন, ‘তার ভাই ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে রাজীব চাকরি খুঁজছিলেন। চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইবাংলা/ইই/০৬ নভেম্বর, ২০২১

Contact Us