মহাকাশে ২০ ঘণ্টা ডায়াপার পরে ৪ নভোচারী

ইবাংলা ডেস্ক

  • শনিবার এক বিবৃতিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, টয়লেট ভেঙে পড়ায় পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে টানা ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে আছেন চার মহাকাশচারী।
Islami Bank

বিপদগ্রস্ত এই নভোচারীরা হলেন- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।

ভরশূন্য অবস্থা বিভিন্ন গবেষণা চালানোর জন্য এই চার নভোচারী গত ছয় মাস ধরে ছিলেন মহাকাশে। ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু ২ মিশন রকেটে করে শুক্রবার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাদের।

one pherma

কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্সের রকেট। ফলে, ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে মহাকাশ স্টেশনে থাকা চার নভোচারীকে।

 ইবাংলা/এইচ/০৬ নভেম্বর, ২০২১

Contact Us