হতাশায় শেষ হলো বাংলাদেশ নারী হকি দলের ওমান যাত্রা

বিশ্বকাপ বাছাই এশিয়া কাপ ‘ফাইভ এ সাইড’ হকিতে অংশগ্রহণ করতে কয়েকদিন আগে ওমান গিয়েছে বাংলাদেশ নারী হকি হল। তবে এই আসরে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলার মেয়েরা। ওমানের সালালায় অষ্টম স্থান অর্জন করেছে বাংলাদেশের নারী হকি দল।

Islami Bank

সোমবার সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৫ গোলে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। গ্রুপ পর্যায়ের ম্যাচে তাদেরকে ১০-৫ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন>> ঝরনায় লেকে লাফ দিয়ে প্রাণ গেল পর্যটকের

one pherma

সোমবার প্রথমার্ধ শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ৪-৪। দ্বিতীয়ার্ধে তাইপে আরও ৪ গোল করলেও বাংলাদেশ মাত্র ১ গোল বাড়াতে সক্ষম হয়। ফলে হার নিয়ে শেষ হয় নারীদের মিশন।

আগের দিন নকআউটে ওঠার ম্যাচে হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সিঙ্গাপুরে এএইচএফের টুর্নামেন্টে খেলার প্রায় চার বছর পর আরেকটি আসরে অংশ নিয়ে অষ্টম হয়ে আসর শেষ করেছেন বাংলাদেশের মেয়েরা। আগামীকাল শুরু হবে পুরুষদের ইভেন্ট।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us