রাঙামাটির লংগদু’য় মধ্যরাতের আগুনে পুড়লো ২০ দোকান ও ৫ বসতঘর; ক্ষতি ৬ কোটি টাকা

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটির লংগদু’য় ভোররাতের ভয়াবহ আগুনে বাইট্টা পাড়া বাজারে ২০টি দোকান ও ৫টি বসতঘর সম্পূর্ন পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় স্থানীয় একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং সকাল ৬টা পর্যন্ত আগুন জ¦লতে থাকে।

Islami Bank

লংগদু সেনাজোন, লংগদু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, আনসার সদস্যগণসহ স্থানীয়দের সহায়তায় অন্তত আড়াই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়া ব্যবসায়িদের দাবি এই আগুনে তাদের অন্তত ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন…হতাশায় শেষ হলো বাংলাদেশ নারী হকি দলের ওমান যাত্রা

এদিকে, অগ্নিকান্ডের কিছুক্ষণ পরপরই লংগদু সেনাজোনের জোন কমান্ডার, লংগদু থানার অফিসার ইনচার্জসহ উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্থদের সহমর্মিতা জানিয়ে সান্তনা দেন এবং উদ্ধার কাজ তদারকি করেন।

বাইট্টাপাড়া ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ সোহরাব আলী জানিয়েছেন, রাত সাড়ে তিনটার সময় স্থানীয় ফার্নিচারের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুুহুর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে সকাল ৬টায় লংগদু সেনাজোন ও ফায়ার সার্ভিসের সদস্যরা টানা আড়াই ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

one pherma

বাজার সভাপতি জানান, উক্ত বাইট্টা পাড়া বাজারে কোনো প্রকার ইমারজেন্সি রোড না থাকায় মানুষজন সঠিক সময়ে আগুন নেভাতে এগিয়ে যেতে পারেনি। তাই দীর্ঘ আড়াই ঘন্টা পর্যন্ত চেষ্ঠা চালাতে হয়েছে।

বাইট্টা পাড়া ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন জানিয়েছেন, বাইট্টা বাজারে এরআগেও ৫ মাস আগে ভয়াবহ আগুনে অনেকগুলো দোকান পুড়ে নিঃস্ব হয়েছেন ব্যবসায়িরা।

আরও পড়ুন…ঝরনায় লেকে লাফ দিয়ে প্রাণ গেল পর্যটকের

৫ মাসের মাথায় আবারো আগুন লাগার ঘটনা ঘটলো। এটাতে মাদকাসক্তদের হাতও থাকতে পারে এমন মন্তব্য করে ব্যবসায়ি নেতা সোহরাব জানান, মাদকসেবীদের একটি শক্তিশালী সিন্ডিকেল মধ্যরাত পর্যন্ত বাজারে অবস্থান করে মাদক সেবন করে স্থানীয়দের হয়রানী করে আসছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনা। আমি বিষয়টি লংগদু থানার ওসিকে জানালেও তিনি মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us