ইবিতে আগামী ২ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন শিক্ষাবর্ষ ২০২২-২০২৩ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে। এ কারণে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে স্ব-স্ব বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Islami Bank

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেন।

আরও পড়ুন…আওয়ামী লীগ রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র এনেছে: প্রধানমন্ত্রী

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, গত বছরের তুলনায় আমরা এবার অনেক আগেই ক্লাস শুরু করতে যাচ্ছি। যার ফলে আমি মনে করি ভবিষ্যতে সেশনজট সমস্যা কাটিয়ে উঠা যাবে।

one pherma

তিনি আরও বলেন, র‍্যাগিং এর বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার। আমাদের এন্টি র‍্যাগিং কমিটি সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে।

আমরা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং শব্দটি রাখতে চাইনা। সেন্ট্রাল ওরিয়েন্টেশনের বিষয়ে উপাচার্য বলেন, আমরা অবশ্যই চেষ্টা করব ওরিয়েন্টেশন করার এবং খুব শীঘ্রই বিষয়টি নিয়ে আলোচনা করব।

আরও পড়ুন…শেখ হাসিনা রাষ্ট্রকেও খেয়ে ফেলেছে, রাষ্ট্র সরকারের কাছে অসহায়: শাহজাহান

পরিশেষে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, একজন শিক্ষার্থী মানুষের মতো মানুষ হয়ে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করুক। আমাদের দায়িত্ব নবীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, তারা শুধু পরিশ্রম দিয়ে লেখাপড়া করবে, পরিবারের মুখ উজ্জ্বল করবে এবং বিশ্ববিদ্যালয়কে দেশ বাসীর কাছে পরিচিত করে তুলবে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us