শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দীর্ঘ নাটকীয়তা শেষে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৬তম আসর। ছয় জাতির এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে ১২টিতে জয় পায় শ্রীলঙ্কা। কিন্তু এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। এ থেকেই এটাই প্রমাণিত যে, শ্রীলঙ্কার সাথে জয়-হারের ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে টাইগাররা। অথচ একসময় টাইগারদের বিপক্ষে অপরাজেয় ছিল লঙ্কানরা।

এছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

আরও পড়ুন>> বাউল বেশে জেমস, ছবি ভাইরাল

এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান পাচ্ছেন না নিয়মিত কিছু মুখ। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, এবাদত হোসেন। আর শেষ মুহূর্তে অসুস্থতার (জ্বর) কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার লিটন দাস। বাজে পারফরমেন্সের জন্য দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।

ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ একাদশে দেখা যাবে নতুন কিছু মুখের। ওপেনিংয়ে নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিমের নাম বেশি শোনা যাচ্ছে। তবে বুধবার (৩০ আগস্ট) লিটনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল বিজয়। যিনি ছিলেন না বাংলাদেশের ৩২ জনের প্রাথমিক স্কোয়াডেও। ডাক পাওয়া বিজয় তড়িঘড়ি করে শ্রীলংকায় গেলেও তার আজকের ম্যাচের একাদশে সুযোগ পাওয়ার সম্ভবনা কম। কারণ বাংলাদেশ দল এশিয়া কাপকে সামনে রেখে যে অনুশীলন করেছে সেখানে ছিলেন না বিজয়। তারপর যে আট ক্রিকেটারকে প্রস্তুত রাখতে অনুশীলন করানো হচ্ছিল সেখানেও ছিলেন না বিজয়। ফলে দুদিন আগে হুট করেই ডাক পাওয়া বিজয়কে আজ একাদশে দেখার সম্ভবনা কম।

সেক্ষেত্রে আজ বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। ওপেনিংয়ে থাকবেন দুই তরুণ নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। তিন, চার, পাঁচ, ছয়ে যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

সাত নম্বরে আফিফ হোসেন ধ্রুবর থাকার সম্ভবনা বেশি। তবে পাল্লেকেলের পিচের কথা বিবেচনা করে বাংলাদেশ একজন বাড়তি স্পিনার খেলানোর চিন্তাও করতে পারে। সেক্ষেত্রে আফিফের বদলে বাড়তি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি সুযোগ শেখ মাহেদির। আট নম্বরে ব্যাটও করতে পারেন মাহেদি। তেমনটা হলে সাতে ব্যাট করবেন মেহেদি হাসান মিরাজ।

পেস ডিপার্টমন্ট থেকে ইবাদত হোসেন আগেই ছিটকে গেছেন। একদিন আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে ইবাদতের। ফলে খেলতে পারবেন না বিশ্বকাপও। এশিয়া কাপের আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমানকে নিয়েও শঙ্কা। ইনজুরিতে আক্রান্ত মোস্তাফিজ অবশ্য গতকাল ব্যাটিং, বোলিং অনুশীলন করেছেন। তবে তার ফিটনেস নিয়ে প্রশ্ন আছে। সেক্ষেত্রে মোস্তাফিজকে আজ একাদশে নাও দেখা যেতে পারে। মোস্তাফিজ না থাকলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে পেস আক্রমণে থাকবে শরিফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাঈম শেখ, এনামুল হক বিজয়/তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব/শেখ মাহেদি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান/ শরিফুল ইসলাম।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us