কারখানার ব্যবস্থাপক গুলিতে গুরুতর আহত

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক কারখানার ব্যবস্থাপক। নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) নামের ঐ ব্যাক্তি এমএইচসি অ্যাপারেলস লিমিটেড এর কারখানা ওয়্যার হাউজ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

Islami Bank

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া (বকুলতলা) এলাকায় এ ঘটনা ঘটে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত রিয়াজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

তিনি জানান, কাজ শেষে কর্মস্থল থেকে মাওনার প্রশিকা মোড় এলাকায় তার ভাড়া বাসায় ফিরছিলেন রিয়াজ। এসময় শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলিটি তার পেটের বাম পাশ দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বের হয়েছে।

one pherma

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাত ৩টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবাংলা/ টিপি/ ৭ নভেম্বর, ২০২১

Contact Us