বোর্দের মাঠে দারুন জয় পিএসজির

ক্রীড়া ডেস্ক

বোর্দোকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে লিগে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর এ জয়ের কারিগর নেইমার-এমবাপ্পে জুটি। খেলার ২৬ মিনিটে এমবাপ্পের বাড়ানো বল প্রতিপক্ষের জালে পাঠিয়ে মাঠে লিড নিয়ে নেয় পিএসপি।

Islami Bank

৪৩ মিনিটে আবারো এই জুটি তাদের যাদু দেখান। এবারো এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন নেইমার। এতেই পূরণ করেন নিজের জোড়া গোল। মধ্যবিরোতির পর ৬৩ মিনিটে উইজনালডামের বাড়ানো বলে এমবাপ্পের গোলে খেলার স্কোর দাড়ায় ৩-০।

one pherma

৩য় গোলের পর ঠিক ১৫ মিনিটের মাথায় কেলার ৭৮ মিনিট চলাকালে এলিসের গোলে ব্যবধান কমায় বোর্দো। পরে ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আরো একটি গোল করে তারা। বের্দের হয়ে স্কোরখাতায় নাম তোলেন নিয়াং। ম্যাচের ব্যবধান কমিয়ে আনলেও জয় নিয়ে শেষপর্যন্ত ঘরে ফিরেছে পিএসজি।

ইবাংলা/ টিপি/ ৭ নভেম্বর, ২০২১

Contact Us