জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে আগামী ১৭ সেপ্টেম্বর (রোববার) নিউইয়র্কে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে সরকারপ্রধান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানান।
‘বিশ্বাসের পুনর্গঠন ও বিশ্বব্যাপী সংহতির পুনর্নির্মাণ: শান্তি, সমৃদ্ধির ২০২৩ এজেন্ডা ও এর টেকসই উন্নয়ন লক্ষ্যে ত্বরান্বিত পদক্ষেপ, সবার জন্য অগ্রগতি এবং স্থায়িত্ব’- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বনেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে সমবেত হবেন।
আরও পড়ুন>> ইসির নিবন্ধন পেল দেশের ৬৬ পর্যবেক্ষক সংস্থা
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম দিনে আগামী ১৯ সেপ্টেম্বর পরিষদের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। এছাড়া গতবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আগামী ২২ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
নিজ বক্তব্যে সরকারপ্রধান বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন-অগ্রগতি, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে নানা সাফল্যের ওপর আলোচনা করবেন। এছাড়াও বিশ্ব শান্তি, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন ছাড়াও রোহিঙ্গা সংকট এবং জলবায়ু ন্যায্যতার মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবার সাধারণ বিতর্কের পাশাপাশি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এবারও এমন বৈঠকের সম্ভাবনা রয়েছে, যেখানে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে নিউইয়র্কে যাবেন বলে জানা গেছে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.