সৌদিতে ২ সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই সামরিক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি সরকার।

Islami Bank

বৃহস্পতিবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়া।

দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট কর্নেল পাইলট মাজিদ বিন মুসা আওয়াদ আল-বালাভি এবং চিফ সার্জেন্ট ইউসুফ বিন রেদা হাসান আল-আজউনি।

আরও পড়ুন>> ইসির নিবন্ধন পেল দেশের ৬৬ পর্যবেক্ষক সংস্থা

one pherma

তারা দুইজন অসংখ্য সামরিক অপরাধ জড়িত ছিলো বলে জানা গেছে প্রতিবেদনে। ২০১৭ সালের সেপ্টেম্বরে তাদের গ্রেপ্তার করা হয়। অপরাধের তদন্তের পর মাজিদকে সামরিক রাষ্ট্রদ্রোহ এবং জাতির স্বার্থ ও তার সামরিক পরিষেবার সম্মান রক্ষা না করার জন্য দোষী সাব্যস্ত করা হয়।

অন্যদিকে ইউসুফকে জাতির স্বার্থ ও তার সামরিক পরিষেবার সম্মান রক্ষা না করার জন্য অভিযুক্ত করা ছাড়াও তিন রূপে রাষ্ট্রদ্রোহ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল—উচ্চ, জাতীয় ও সামরিক।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে সমস্ত বিচারিক অধিকার দেয়া হয়েছিল। তদন্তের পর তারা তাদের বিরুদ্ধে আরোপিত অভিযোগ স্বীকার করেছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত, পর্যালোচনা ও অনুমোদিত হওয়ার পর একটি রাজকীয় আদেশ জারি করা হয়েছিল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us