সরিষাবাড়ীতে সমাপ্ত হলো উন্নয়ন মেলা -২০২৩

মতিউর রহমান,সরিষাবাড়ীঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সমাপ্ত হলো তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা প্রশাসনের আয়েোজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর হতে শুরু হওয়া উন্নয়ন মেলা আলোচনা সভা ও পুরষ্কার বিতরণির মধ্য দিয়ে শেষ হয় ১৯ সেপ্টেম্বর।

মঙ্গঁলবার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুব অফিসার মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেলী আক্তার।

আরও পড়ুন…চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর

উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম,শিক্ষা অফিসার মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের,মহাদান ইউপি চেয়ারম্ঢ়ান আনিছুর রহমান,কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন সরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদের স্থাপিত ষ্টলগুলোর মধ্যে মান ভিত্তিক পুরষ্কার বিতরণ করা হয়।মেলায় আটটি ইউনিয়ন ও পৌর সভার ষ্টলের মধ্যে বিচারক মন্ডলী যাচাই বাছাই করে সেবা খাতে সাতপোয়া ইউনিয়নকে ১ম স্থান ঘোষণা করে সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহেরের হাতে পুরষ্কার তুলে দেন।

পিংনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকসানা পারভিন ২য় পুরষ্কার এবং মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ৩য় পুরষ্কার গ্রহণ করেন। অপর দিকে উন্নয়ন কর্মকান্ডে উপজেলা এলজিইডি অফিসের পক্ষে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম ১মস্থানের পুরষ্কার গ্রহণ করেন।

পৌর সভার পক্ষে ২য় পুরষ্কার লোভে নেয় কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল ও ৩য় স্থান অর্জণ করে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস। মেলায় অংশ গ্রহণকারী প্রতিটি ষ্টলকে সান্তনা পুরষ্কার দেয়া হয়।

উল্লেখ্য,৫ নং পিংনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ রোকসানা পারভিন রোমা গত ৭ সেপ্টেম্বর ঢাকাস্থ সেগুন বাগিচার মানবাধিকার প্রতিষ্ঠান থেকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “গুনীজন সম্মাননা” মাদার তেরেসা পুষ্কার লাভ করেন।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us