ইবি ‘সিআরসি’র প্রবীণ বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কাম ফর রোড চাইল্ড (সিআরসি) সংগঠনের প্রবীণ বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

Islami Bank

আরও পড়ুন…সরিষাবাড়ীতে সমাপ্ত হলো উন্নয়ন মেলা -২০২৩

অনুষ্ঠানে তাসফিয়া সানজিদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রনি সাহা, সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি, সহ-সভাপতি হাসিবুর রহমান, চঞ্চল মন্ডল, জয় বৈষ্ণব।

এছাড়া, সংগঠনের নেতৃবৃন্দ সৌরভ শেখ, বাসুদেব মন্ডল, পারভেজ আহম্মেদ, আবদেম মুনিব, সাইফুদ্দিন, শহীদ কাওসার, ইমদাদুল হক, আকতারুল আলম সুমন এবং সুরাইয়া ইয়াসমিন, মোরসালিন’সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সভাপতি রনি সাহা বলেন, কাম ফর চাইল্ড প্রতিষ্ঠার পর থেকে পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।

one pherma

এ বছরে আমরা অনেক কার্যক্রম করেছি যেমন এবছর বই মেলায় আমাদের একটি স্টল ছিলো সেখান থেকে অর্জিত সব টাকাই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খরচ করা হয়ছিল। এছাড়াও ক্যাম্পাসের বটতলায় শিশুদের নিয়ে ফল উৎসব পালন করা হয়েছিল।

অনুষ্ঠান শেষে প্রবীণদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় এবং মধ্যাহ্নভোজের পরে উপস্থিত শতাধিক শিক্ষার্থীরা মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে।

উল্লেখ্য, কমিটি হস্তান্তরের কথা থাকলেও কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপস্থিতির কারণে কমিটি হস্তান্তর সম্ভব হয়নি। তবে কিছুদিনের মধ্যে কমিটি হস্তান্তর করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি রনি সাহা

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us