রাঙামাটিতে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তারে শর্ট লেগে নিখোঁজ ১ আহত ২

আলমগীর মানিক

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমূখ গাঁথা ছড়া ব্রিজের পাশে পিকনিকের বোটে বিদ্যুতের তারে শর্ট লেগে একজন নিখোঁজ ও দুইজন গুরুতর আহত হয়েছে।
২৩সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা সাত টায় মাইনীমূখ-গাথাঁ ছড়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রলার বোটের ছাদের উপরে বসা ছামাদুল হক(২৫) পিতা-আব্দুল হাই সাং গাঁথা ছড়া মতিন।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

টিলা কে বিদ্যুতের মেইন তারের সাথে স্পর্শ করলে তাকে শর্ট করে ছামাদুলের সাথে থাকা মামুন (১৮) পিতা- নজরুল ইসলাম সাং গাঁথা ছড়া, নবাবপুর টিলা এবং মোঃ রাসেল (২০)পিতা-মোঃ।

সাইফুল সাং- গাথাঁ ছড়া এর গায়ে স্পর্শ করলে মামুন ও রাসেল আহত হয়ে ট্রল্যারে পড়ে যায় এবং ছামাদুল পানিতে পড়ে ডুবে যায়। এব্যপারে লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন আমাদের এখানে ডুবুরি নেই আগামীকাল সকালে রাঙামাটি থেকে ডুবুরি আসলে খুঁজবো।

one pherma

এব্যাপারে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছে ।

আরও পড়ুন…স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন : ভিসানীতি নিয়ে আমাদের কিছু বলার নেই

নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। না পাওয়া পর্যন্ত উদ্ধারাভিযান চলবে।এদিকে খবর পেয়ে মাইনী জোনের সেনাবাহিনীর একটি টিম, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যৌথভাবে লোকাল ডুবুরি এনে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us