চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে পাঠানোর দাবি আওয়ামী লীগ নেতার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইন পরিবর্তন করে হলেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এমন দাবি জানিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

আবদুল মোতালেব হাওলাদার লিখেন, ‘রাজনৈতিক কারনে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক। (মন্তব্য না করার জন্য বিনীত অনুরোধ করছি)।’

আরও পড়ুন>> ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল, হাসপাতালে ২৮৮২

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই পোস্টটিতে বিএনপির পদধারী অসংখ্য নেতাকর্মী তাকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন। পাশাপাশি মিশ্র এবং ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা।

তবে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন গণমাধ্যমে বলেন, ‘তাকে (আবদুল মোতালেব হাওলাদার) দলের পক্ষ থেকে শোকজ করা হচ্ছে। সে এমন মন্তব্য করতে পারে না এটি দলের শৃঙ্খলা পরিপন্থী।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us