বিশ্বকাপ মিশনে পাকিস্তান-নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ

শুক্রবার হায়দরাবাদে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান-নেদারল্যান্ডস। যেখানে জয় দিয়ে শুরুটা রাঙাতে চায় বাবর আজমের দল। অন্যদিকে বাছাইপর্ব পেরিয়ে আসা ডাচরাও প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না।

এদিন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

বিশ্বকাপ মিশন শুরুর একদিন আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন পাকিস্তানের ডিরেক্টর মিকি আর্থার। তিনি বলেন, ‘মানসিকভাবে খুব ভালো অবস্থানে আছে সবাই। আশা করছি, আগামীকাল (আজ) ওরা ভালোও করবে এবং এরপর আত্মবিশ্বাস শুধু বাড়তেই থাকবে। একটা ভালো নৈপুণ্যই পারে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে। আশা করছি, সেটা আগামীকালই (আজ) হবে।’

আরও পড়ুন>> সিকিমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দুটিতেই হেরেছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যাটিংয়ের সুযোগ মিললেও ভারতের বিপক্ষে নামার আগেই ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিবাধায় তাদের প্রস্তুতিটা মনের মতো হয়নি। তবে বাছাইপর্ব পেরিয়ে আসা ডাচরা যে নিজেদের প্রথম ম্যাচে সেরাটা উজার করে দিবেন সেটি বোঝাই যাচ্ছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অলরাউন্ডার ডি লিড বলেন, ‘শাহীনকে খেলার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি এবং বিশ্লেষণে দৃষ্টি দিয়েছি। সুতরাং আশা করি আমরা স্টার্কের বিপক্ষে যেমন করেছি তার থেকে ভালো খেলব।’

ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি লড়াই করেছে দু’দল। যার সবকটিতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে বিশ্বকাপে খেলেছে দু’টি ম্যাচ। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়ে ১৯৯৬ বিশ্বকাপে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল। আর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। সেবারও পাকিস্তান জিতেছিল ৯৭ রানে।

এদিকে নিজেদের সবশেষ পাঁচ ওয়ানডের তিনটিতে জয় এবং দুটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে তিন হারের বিপরীতে দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ডাচরা। সাম্প্রতিক ফর্ম ও শক্তিমত্তার বিবেচনায় নেদারল্যান্ডসের চেয়ে পাকিস্তান এগিয়ে থাকবে এ ম্যাচে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল/ সালমান আলী আগা, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দাউদ, উয়েসলি বারোসি, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), রায়ান ক্লেইন, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, শারিজ আহমেদ ও পল ফন মিকেরেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us