ফের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন হ্রাস পেতে শুরু করেছে তাপমাত্রা। গত ১ মাস ধরে এ জেলায় ৩০ ডিগ্রি তাপমাত্রা থেকে হ্রাস পেয়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, টানা ১৩ দিন ধরে জেলার তেঁতুলিয়া উপজেলায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

রোববার (৭ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ১১টার সারা দেশের সঙ্গে নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানায় আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবক্ষেণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত ১৩ দিন যাবত হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এক দিনের ব্যবধানে দশমিক ২ ডিগ্রি বেড়ে যায়। তবে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামীতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে এই কর্মকর্তা জানান।

 ইবাংলা/এএমখান/ নাঈম/০৭ নভেম্বর, ২০২১

Contact Us