গায়িকার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না নেইমার

ইবাংলা ডেস্ক

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার (৫ নভেম্বর) গানের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গায়িকা মেরিলিয়া। যাত্রা পথে ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। শুধু মেরিলিয়া মেনডোকাই নয়, ওই বিমান দুর্ঘটনায় তার চাচা, প্রযোজক এবং দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

Islami Bank
  • মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস হচ্ছে না।’ এছাড়া জনপ্রিয় গায়িকা আনিটা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। এখনো আশা আছে এমনটা শুনতে চাই।’

অন্যদিকে জনপ্রিয় গায়িকা আনিটা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। এখনো আশা আছে এমনটা শুনতে চাই।’

  • বিমানে ওঠার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন এই গায়িকা। ভিডিওটি পোস্ট করার ঘণ্টাখানেক পরই বিমান দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। ইতোমধ্যে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
one pherma

জানা গেছে, কিশোর বয়সে গান গাওয়া শুরু করেন মেরিলিয়া। ২০১৬ সালেই জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন তিনি। এরপর ২০১৯ সালে বড় ধরনের পুরস্কারও পান। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য মেরিলিয়া মেনডোনকা জনপ্রিয় ছিলেন।

  • প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে গান গাওয়া শুরু করেন। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীদের, তার মধ্যে তিনি অন্যতম।

 ইবাংলা/ এইচ/০৭ নভেম্বর, ২০২১

Contact Us