ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

৫ দশমিক ২ মাত্রার ফিলিপাইনে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

Islami Bank

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও তার আশপাশের এলাকায় এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যানুযায়ী, ম্যানিলা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

আরও পড়ুন>> ‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে কেন সরে দাঁড়ালেন মাহি

ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা রাফায়েল কুয়েভাস বলেন, আমরা বেশ বড় কম্পন অনুভব করেছি। সেটি ১০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল। তবে সবকিছু ঠিক আছে। এখন পর্যন্ত আমরা কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাইনি।

one pherma

প্রদেশটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তা আর্নল্ড প্যানোপিও জানান, প্রথমে একটি হালকা কম্পন ও পরে দৃঢ় কম্পন অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও পূর্ব সতর্কতা হিসেবে শহরের কয়েকটি স্কুল পাঠদান বন্ধ করেছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) অঞ্চলের ওপর অবস্থানের কারণে ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়া ও জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ। এই অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে ছোট-বড় একাধিক ভূমিকম্প ঘটে।

সূত্র : এএফপি

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us