যুক্তরাজ্যজুড়ে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ

যুক্তরাজ্যের লন্ডন, সালফোর্ড, বার্মিংহাম এবং কার্ডিফ জুড়ে ফিলিস্তিনপন্থি বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ পদযাত্রায় রাস্তায় নেমেছে।

Islami Bank

লন্ডনে টানা দ্বিতীয় সপ্তাহান্তের এই বিক্ষোভে আনুমানিক ১ লাখ মানুষ যোগ দিয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভমিছিল শেষ হওয়ার কথা রয়েছে ডাউনিং স্ট্রিটে গিয়ে।

গত ৭ অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধাদের হামলার পর গাজায় ইসরায়েলের আরোপ করা অবরোধের মধ্যে শনিবার প্রথম সাহায্য পৌঁছেছে।

আরও পড়ুন>> ‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে চীন-ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়বে’

এ পর্যন্ত গাজায় ইসরায়েলের টানা বিমান হামলায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা।

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে বিভিন্ন দেশেই বিক্ষোভ হচ্ছে। শুক্রবার ইন্দোনেশিয়া থেকে শুরু করে তিউনিসিয়া পর্যন্ত বিভিন্ন দেশে মুসলিমরা ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে।

একইরকম বিক্ষোভ দেখা যাচ্ছে যুক্তরাজ্যে। লন্ডনে বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে মাঠে নামানো হয়েছে ১ হজারেরও বেশি পুলিশ কর্মকতা।

one pherma

লন্ডনে পদযাত্রায় নামা বিক্ষোভকারীরা ফিলিস্তিনের মুক্তি এবং ইসরায়েলের ধ্বংসের দাবিতে স্লোগান দিচ্ছে।

ওদিকে, ইংল্যান্ডের বার্মিংহাম, ম্যানচেস্টারের সালফোর্ড এবং ওয়েলসের কার্ডিফে ছোটখাট ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়েছে।

কার্ডিফে ফিলিস্তিনি সলিডারিটি ক্যাম্পেইন থেকে ম্যাগি মর্গান বিবিসি-কে বলেন, “আমরা গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাস্তায় নেমেছি। আমরা সরকারকেও আমাদের কথা শোনাতে চাই।”

গত ৭ অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলার পর ইসরায়েল গাজায় বিদ্যুতের পাশাপাশি খাদ্য ও ওষুধ সরবরাহও বন্ধ করে দিয়েছে। জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে বিপর্যয়কর আখ্যা দিয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সতর্ক করে বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার হুমকি সৃষ্টি হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us